উত্তরদিনাজপুর

নির্বাচনে প্রধান প্রতিদন্দি হতে পারে তৃনমূল, বললেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারী

হাতে আর একটা দিন তার পরেই আগামী রবিবার সকাল থেকে শুরু হবে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ  পুরসভা নির্বাচন। এবারের পুর নির্বাচন ত্রীমূখী হতে চলেছে। কংগ্রেস - সিপিএম জোট বদ্ধ ভাবে লড়ছে, এছাড়াও তৃনমূল ও বিজেপি লড়ছে। শুক্রবার প্রচারের শেষ দিন থাকায় প্রখর রদ্রুকে উপেক্ষা করে সকাল থেকে নিজ নিজ প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল গুলি। সেই মতে সকালে এক মহা মিছিলের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারী। এদিন মহামিছিল রায়গঞ্জের কশবা থেকে শুরু করে  রাজপথ হয়ে গোটা শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে শেষ হয় ।মিছিলে প্রচুর বিজেপি কর্মীরা অংশ গ্রহণ করে।  এদিন বিজেপি নেতা রিতেশ তিওয়ারী জানান প্রখর রদ্রুকে উপেক্ষা করে যেভাবে মানুষ মিছিলে অংশ গ্রহণ করেছে এবং দুই হাত তুলে আর্শিবাদ করছে এখান থেকে প্রমানিত পুর নির্বাচনে সাধারন মানুষ বিজেপিকে দুই হাত তুলে আর্শিবাদ করবে। আগামীতে রায়গঞ্জে বিজেপিকে বাদ দিয়ে রাজনীতি চিন্তা করা যাবে না। আর যেদিন এই নির্বাচনে ফল বেরোবে সেদিন বিজেপি প্রচন্ড শক্তিশালি ভাবে রায়গঞ্জের মাটিতে আত্ম প্রকাশ করবে। তিনি আরো বলেন কংগ্রেস ও সিপিএম জোট বদ্ধ ভাবে লড়ছে তারা প্রতিটি আসনে প্রার্থী দিতে পারেনি কারন তাদের পায়ের নিচে মাটি নেই। তারা ২৭ টি আসনের মধ্যে ২৪ টি আসনে লড়ছে তাদের প্রধান প্রতিদন্দি মনে করছেন তৃনমূলকে।